Wellcome to National Portal
Main Comtent Skiped

How to go

সড়ক পথে

ঢাকা হতেঃ ঢাকা-রাজশাহী মহাসড়ক পথে ঢাকার কল্যানপুর বাসস্ট্যান্ড হতে রাজশাহীস্থ শিরোইল বাসস্ট্যান্ডে নামতে হবে। দূরুত্ব ২৭০ কিলোমিটার।

ভাড়া -৭২০/-(নন এসি)

         ১২০০/- বা ১৪০০/-( এসি)

শিরোইল বাস স্ট্যান্ড হতে নগর ভবনের সামনে দিয়ে গ্রেটার রোড হয়ে লক্ষ্মীপুর মোড়, লক্ষীপুর মোড় থেকে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিপরীত পার্শ্বে হোল্ডিং নং-৩০১ (৩য় তলা), কাজীহাটা, রাজপাড়া, রাজশাহী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অবস্থান।

দূরুত্বঃ ৬ কিলোমিটার, ভাড়াঃ ২০/-( অটোরিক্সা)

রাজশাহী থেকে

 

রেলপথ 

ঢাকা হতে আন্তনগর সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতু এক্সপ্রেস যোগে রাজশাহী রেল ষ্টেশনে নেমে ২০/- টাকা অটোরিক্সা ভাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ে যাওয়া যায়।